ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত ম্যাচে মহালছড়ি বাজার একাদশ বনাম অনির্বাণ ক্লাব মুখোমুখি হয়। প্রথম রাউন্ড ও নকআউট পর্বের জয় নিয়ে অনির্বাণ ক্লাব সেমিফাইনালে খেলার সুযোগ অর্জন করে। সেমিফাইনালে অনির্বাণ ক্লাব বাজার একাদশকে ৩-২ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা নিশ্চিত করে।
উক্ত সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি ও বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মোঃ হোসেন বাবু এবং মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন খেলাটি উপভোগ করেন।
আপনার মতামত লিখুন :