পানছড়ির বন্যা কবলিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


admin প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৪, ৫:৩৮ অপরাহ্ন /
পানছড়ির বন্যা কবলিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 

শাহজাহান কবির সাজু : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বন্যা কবলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এর তত্ত্বাবধান করেছে পানছড়ি উপজেলা প্রশাসন। ২৬’আগস্ট সোমবার সকাল ১০টা থেকে পূজগাং মুখ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চেংগী ও লোগাং ইউপির বন্যা কবলিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসি বেগম, উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ, সহকারী কমিশনার (ভুমি) মো: জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো: বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম, চেংগী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ।