প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৯ ডিসেম্বর সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শ্রদ্ধা নিবেদন, মানববন্ধন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার। এছাড়াও যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা হাসিনা আক্তার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আঃ ছালাম, সাধারণ সম্পাদক আবু জাফর স্বপন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে এ বছর গুইমারা মহিলা বিষয়ক অধিদপ্তর একজন জয়িতাকে সম্মাননা প্রদান করেছে।
আপনার মতামত লিখুন :