মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস


admin প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৪, ৪:৫৮ অপরাহ্ন /
 মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস

প্রতিনিধি::”মাদকের আগ্রাসন দৃশ্যমান,প্রতিরোধেই সমাধান” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছগি জেলা প্রশাসন ও মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে  মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে।

১৪জুলাই রবিবার সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি শরহস্থ পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসে শেষ হয়। পরে অত্র বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান।

 প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, মাদককে না বলে দেশের একজন যোগ্য ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সরকারির চাকরির পেছনে না ছুটে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ করে নারীদের জন্য সরকার বিশেষ সুযোগ সুবিধা দিয়েছে। মাদকদ্রব্যকে না বলাসহ বাল্যবিবাহ প্রতিরোধেও সচেতন হতে হবে।

আলোচনা সভার পরপরেই বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার চেয়ারম্যান দিদারুল আলম,জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম,জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ,কে,এম দিদারুল আলম,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম মোসলেম উদ্দিন প্রমূখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।