দীঘিনালায় বিএনপি’র অবস্থান কর্মসূচি পালন


admin প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২৪, ৯:৩৭ অপরাহ্ন /
দীঘিনালায় বিএনপি’র অবস্থান কর্মসূচি পালন

মো: সোহেল রানা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবীসহ ছাত্র-জনতার খুনী দোসরদের শাস্তির দাবীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা বিএনপি। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ এলাকায় মিলিত হয়। এতে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে উপজেলার দীঘিনালা থানা বাজার ঘুরে বোয়ালখালী বাজার প্রদক্ষিণ শেষে কলেজ গেইট এলাকায় অবস্থান কর্মসূচীতে অংশ নেয়। এতে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে নানা স্লোগানের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনির্বাচিত জালিম, স্বৈরাচারী আখ্যায়িত করে হত্যা ও লুটপাটের অপরাধসহ বিগত বছরগুলোতে প্রতিটি হত্যাকান্ডের অপরাধে বিচারসহ তার দোসরদের বিচারের আওতায় আনা হবে বলে হুশিয়ারী জানান দলীয় নেতাকর্মীরা। এতে সভাপতিত্বে করেন, উপজেলা বিএনপি’র সভাপতি সফিকুল ইসলাম সফি, বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহসভাপতি শান্তি প্রিয় চাকমা, নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম দুলাল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: ওসমান গণি, ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোলেমান। এছাড়া বিএনপির  সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন।