খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক ৩


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ৭:১৬ অপরাহ্ন /
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক ৩

আরিফুল ইসলাম মহিন : 
খাগড়াছড়িতে “অপারেশন ডেভিল হান্ট” অভিযানের আওতায় ১৫ ফেব্রুয়ারি শনিবার  জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারকৃতরা হলেন—
🔹 মো. ইসমাইল বীন ইউসুফ, আহ্বায়ক, পানছড়ি ওলামা লীগ
🔹 জাফর মিয়া, সাবেক সভাপতি, মাটিরাঙ্গা বেলছড়ি ইউনিয়ন ছাত্রলীগ
🔹 ফরিদ গাজী, সহ-সভাপতি, লক্ষীছড়ি কৃষক লীগ

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী:
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৫ আগস্টের পর সংঘটিত বিভিন্ন সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। পূর্বে দায়ের করা মামলাগুলোর তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় সহিংসতা বৃদ্ধি পাওয়ায় পুলিশ অভিযান জোরদার করে এবং এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের অগ্রগতি:
এই অভিযানে খাগড়াছড়ি জেলায় মোট গ্রেফতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান:
🔹 গ্রেফতারকৃতদের অধিকাংশের বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম এবং সরকারি সম্পত্তি ক্ষতির অভিযোগ রয়েছে
🔹 তাদের কাছ থেকে কিছু সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে, যা পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।
🔹 পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জেলার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।