মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২১, ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন /
মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড

 

মানিকছড়ি সংবাদদাতা: খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনার কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে উপজেলাধীন যোগ্যাছোলা ইউনিয়নের দশবিল এলাকার মো. আবুল কাশেম (৩৭) ও তিনটহরী ইউনিয়নের মো. শাহীন আলম (২৪) নামের দুই ব্যক্তিকে পৃথক অভিযানে ৬০ হাজার টাকা করে ১ লাখ ২০ হাজার টাকা অঅর্থদণ্ড প্রদান করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।

এসময় তিনি বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪(ছ) ধারায় দুজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তাছাড়া উপজেলার যেকোনো স্থানে অবৈধ বালু মহাল ও রাতের আধাঁরে পাহাড় কাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যহত থাকবে।