সকলের ঐক্যবদ্ধ সহযোগিতায় রামগড় উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হবে-৪৩ বিজিবি কমান্ডার


admin প্রকাশের সময় : মে ২, ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন /
সকলের ঐক্যবদ্ধ সহযোগিতায় রামগড় উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হবে-৪৩ বিজিবি কমান্ডার
৪৩ বিজিবি কমান্ডার লে: কর্ণেল ইমাম হোসেন

সকলের ঐক্যবদ্ধ সহযোগিতায় রামগড় উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হবে

রামগড় অফিস:

জেলার রামগড়ে ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় রামগড় ৪৩ বিজিবির বাস্কেটবল মাঠে সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।
জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেনের সভাপতিত্বে সমন্বয় সভায় শিক্ষক, রাজনীতিক ব্যক্তিবর্গ, জন প্রতিনিধি, হেডম্যান, কার্বারী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিবৃন্দ  অংশ নেন।
সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন, মাদক, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর চাদাবাজি, কিশোর গ্যাং, শিক্ষা, পর্যটন, অবৈধ  চোরাই কাঠ ও অবৈধ মালামাল পরিবহন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ আগামী ৮মে রামগড় উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকলের সহযোগিতা চেয়েছেন ৪৩ বিজিবি কমান্ডার। তিনি বলেন, সকলের ঐক্যবদ্ধ সহযোগিতায় নির্বাচন শান্তিপূর্ণ হবে।  তিনি নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমনে বিজিবির পক্ষ থেকে সবকিছু করারও আশ্বাস দেন।
এসময় রামগড় ৪৩ বিজিবির ক্যাপ্টেন ডা: নুর হোসাইন, সহকারী পরিচালক রাজু আহম্মেদ সহ বিজিবির পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।