মো. সোহেল রানা : পার্বত্য অঞ্চলে শান্তি, শৃঙ্খলা, শিক্ষা ও চিকিৎসা সেবায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বাবুছড়া এলাকায় স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে দীঘিনালা সেনা জোন।
২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বাবুছড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ০৪ ই বেঙ্গল, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক, পিএসসি-এর নির্দেশনায় সারাদিনব্যাপী চিকিৎসা সহায়তা ক্যাম্প পরিচালিত হয়। এতে ৩ শতাধিক স্থানীয় বাসিন্দাকে চিকিৎসা সহায়তা প্রদান করেন জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি।
এ কর্মসূচির আওতায় নারী, শিশু ও বয়স্ক মিলিয়ে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করে বলেন—
“দুর্গম এলাকার বেশিরভাগ মানুষ অসহায় ও দরিদ্র। পুষ্টির অভাবে তারা নানান শারীরিক সমস্যায় ভোগেন, অথচ চিকিৎসা সেবা পাওয়া এখানে খুবই কষ্টসাধ্য। সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”
সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছে এবং আগামীতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :