পথ যত দূরই হোক, সংকল্প যদি দৃঢ় হয়, তবে তা জয় করা সম্ভব। এমনই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ছয় তরুণ। মাত্র ছয় দিনে ৩০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে তারা মানিকছড়ি থেকে সিলেটে পৌঁছেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টায় মানিকছড়ি উপজেলা সদর থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন গুইমারা সরকারি কলেজের শিক্ষার্থী মো. মনির চৌধুরী, মানিকছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল মারুফ, মুহাম্মদ রাব্বি, ফটিকছড়ি কলেজের শিক্ষার্থী মো. আব্দুর রহমান, মাটিরাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী হাসান মাহমুদ এবং এসএসসি পরীক্ষার্থী মো. রবিউল ফারুক।
প্রথম দিনে তারা মানিকছড়ি থেকে হেঁটে হেয়াকো হয়ে বারৈয়ারহাট পৌঁছান। এরপর চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক ধরে ফেনী, চৌদ্দগ্রাম হয়ে কুমিল্লা পৌঁছান। পরে কসবা, মাধবপুর ও পুটিজুড়ি অতিক্রম করে ৫ মার্চ সকালে তারা সিলেট শহরে প্রবেশ করেন। দীর্ঘ পথযাত্রায় তারা বিভিন্ন মসজিদ, মাদরাসা, সার্কিট হাউস, ডাকবাংলো ও হোটেলে রাতযাপন করেন।
দলনেতা মো. মনির চৌধুরী জানান, সাধারণত মানুষ বাইসাইকেল, মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনে ভ্রমণ করে, কিন্তু তাতে প্রকৃতির সৌন্দর্য উপভোগের সুযোগ কম থাকে। তাই তারা ভিন্ন অভিজ্ঞতা অর্জন ও পার্বত্য জেলা থেকে প্রথমবারের মতো এমন পদযাত্রার সিদ্ধান্ত নেন।
ফটিকছড়ি কলেজের শিক্ষার্থী মো. আব্দুর রহমান জানান, অ্যাডভেঞ্চারের আগ্রহ থেকেই তারা এই ভ্রমণের উদ্যোগ নেন। দীর্ঘ পথ পাড়ি দিতে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হলেও একসঙ্গে থাকার আনন্দে সব ভুলে গেছেন। পথে বিভিন্ন ঐতিহাসিক স্থান ও পর্যটন কেন্দ্রও পরিদর্শন করেছেন তারা।
এই পদযাত্রার মাধ্যমে তারা দেশের তরুণ সমাজকে মাদক থেকে দূরে থেকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার এবং দেশের উন্নয়নে অবদান রাখার বার্তা দিতে চেয়েছেন। ৬ মার্চ যানবাহনে করে মানিকছড়িতে ফেরার কথা নিশ্চিত করেছেন ভ্রমণের উদ্যোক্তা মো. মনির চৌধুরী।
আপনার মতামত লিখুন :