ইউক্রেনের ডনবাসে তীব্র লড়াইয়ে এক শীর্ষ জেনারেলের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।মেজর জেনারেল কুতুজভ ওই এলাকায় ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার সময় প্রাণ হারান বলে নিশ্চিত করেছে রুশ রাষ্ট্রীয় টেলিভিশ রসিয়া ওয়ান। জানানো হয়েছে ওই জেনারেল ডনবাসে রাশিয়ার সেনাদের একটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে এখনও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোন মন্তব্য করেনি।
রিপোর্টার আলেক্সান্ডারের এক টেলিগ্রাম পোস্টে বলেন, ‘যথেষ্ট পরিমাণ কর্নেল (উচ্চপদস্থ সেনা কর্মকর্তা) না থাকায় ওই জেনারেলই হামলাকারী সেনাদের নেতৃত্ব দিচ্ছিলেন।’ ইউক্রেনের সেনাবাহিনীও ওই জেনারেলকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কিয়েভের পক্ষ থেকে রুশ জেনারেলকে হত্যার বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি।
আপনার মতামত লিখুন :