আলোচিত সংবাদখাগড়াছড়ি

“খাগড়াছড়ির ৫ উপজেলায় অর্ধদিবস সড়ক অবরোধ ঘোষণা করেছে ইউপিডিএফ


আল-মামুন :: খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২)-কে হত্যার প্রতিবাদে ৪ সেপ্টেম্বর রবিবার খাগড়াছড়ি জেলার গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় সকাল ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
৩ সেপ্টেম্বর শনিবার সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এই অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।

গত শুক্রবার সকাল পৌনে ১০টার সময় গুইমারার দেওয়ান পাড়া এলাকার মিশন টিলা থেকে ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা ওরফে আগুনের মরদেহ উদ্ধার করে গুইমারা থানা পুলিশ। এসময় ঘটনাস্থলে একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি পাওয়া যায়।
এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বাইল্যাছড়ি ও খাগড়াছড়ি-ফেনী সড়কের রামগড় উপজেলার দাতারাম এলাকায় দুটি মালবাহী ট্রাককে গতিরোধ করে আগুন ধরিয়ে দেয়া ইউপিডিএফ সমর্থকরা। মারধর করা হয় চালকদের। পরে ফায়ার সার্ভিস কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

 

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button