৮ মে মাটিরাঙ্গা-রামগড়-মানিকছড়ি ও লক্ষীছড়ি উপজেলা নির্বাচন


admin প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৪, ৫:২৫ অপরাহ্ন /
৮ মে মাটিরাঙ্গা-রামগড়-মানিকছড়ি ও লক্ষীছড়ি উপজেলা নির্বাচন

 

মো: আরিফুল ইসলাম :সারাদেশের ১৫২টি  উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষীছড়ি উপজেলায় ভোট গ্রহণ হবে।

২১ মার্চ বৃহস্পতিবার  নির্বাচন কমিশনের সভা শেষে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল। মনোনয়নপত্র যাছাই বাছাই ১৭ এপ্রিল। এছাড়া বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১৮ থেকে ২০ এপ্রিল ও আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহার ২২ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ হবে ২৩ এপ্রিল।

নির্বাচন কমিশনের তথ্যমতে, খাগড়াছড়ির চার উপজেলায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।