বাবার মরদেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন- মেমেসিং মারমা


admin প্রকাশের সময় : মার্চ ১, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ন /
বাবার মরদেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন- মেমেসিং মারমা

চাইথোয়াইমং মারমা, রাজস্থালী: বাবার মরদেহ ঘরে রেখে দু- অশ্রুসিক্ত নয়নে ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে ধর্ম বিষয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর কুকিমারা মারমা পাড়া এলাকার বাসিন্দা এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী মেমেসিং মারমা।
মেমেসিং মারমা এর পিতা উপাচিং মারমা (৪৭) ২৬ ফেব্রুয়ারি সোমবার বিকেলে কুকিমারা পাড়ায় নিজ বাড়িতে মারা যান। তিনি পেশায় কৃষক। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন বলে জানান কুকিমারা এলাকার কারবারি চিংসুই মং মারমা।
কারবারি আরোও জানান, মেমেসিং মারমা বাবার একটি কিডনি অনেক আগে হতে নষ্ট ছিল। তিনি এক ছেলে এক মেয়ে নিয়ে কৃষি কাজ করে সংসার চালাতান। তাঁর মেয়ে বাবার মরদেহ রেখে মঙ্গলবার এসএসসি পরীক্ষায় অংশ নেন। মঙ্গলবার বিকেলে ধর্মীয় কার্যাদি শেষে তাঁকে কুকিমারা শ্মশানে দাহ করা হয়।