দীঘিনালা সরকারী ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


admin প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৪, ৬:৩১ অপরাহ্ন /
দীঘিনালা সরকারী ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মো সোহেল রানা : দীঘিনালা সরকারী ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৭মার্চ বুধবার সকালে দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজের আয়োজনে এ পুরস্কার বিতরন উপলেক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রভাষক মো: দুলাল হোসেন এর সঞ্চালনায় এবং দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। স্বগত বক্তব্য রাখেন বাংলা প্রভাষক দীলিপ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য নিলোৎপল খীসা, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মিস শতরূপা চাকমা, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মো নুরুল হক, দীঘিনালা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান নব কমল চাকমা প্রমূখ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘‘পড়ালেখার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হলে খেলাধুলা, সাহিত্য সাংস্কৃতির চর্চা করতে হবে। বিশে^র দরবারে দেশকে পরিচিতি ও সুনাম করতে হলে লেখাধূলা, সাহিত্য ও সাংস্কৃতির মাধ্যমে করা সম্ভব। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা দেশের ইতিহাস জানতে হবে এবং ভবিষৎ প্রজন্মেকে জানাতে হবে। ৭ই মার্চের ইতিহাস সম্পের্কে জানতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের কারনে আজ আমরা স্বাধীন বাংলাদেশ দেশকে পেয়েছি। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তিত হচ্ছে’’।
আলোচনা সভাশেষে দীঘিনালা কলেজের ২০২৪ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান শুরু হয়।