পানছড়িতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
admin
প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন /
০
পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকেল থেকে পানছড়ি ইসলামীয়া সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে অংশগ্রহন করেন উপজেলার সর্বোস্তরের জনসাধারণ।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী, পানছড়ি উপজেলা শাখার সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে অংশগ্রহন করেন সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখার আমীর অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
সংগঠনটির পানছড়ি উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মো.নুরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের জন্য কাজ করে এবং ভবিষ্যতেও করে যাবে। তাই লক্ষ্যে পৌঁছাতে আপনাদেরই সহযোগিতা চাই। আমরা, সবাইকে নিয়েই দেশের জন্য ভালো কিছু করতে চাই। তাই আপনাদের সর্বদাই পাশে চাই।
হাজারো মানুষ নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ, পানছড়ি থানার কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংবাদিকবৃন্দ ও ব্যবসায়ীরা সহ সংগঠনটির বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :