খাগড়াছড়ির গোমতী নদীতে গোসল করতে গিয়ে একজনের মৃত্যু


admin প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২২, ৮:৫৯ অপরাহ্ন /
খাগড়াছড়ির গোমতী নদীতে গোসল করতে গিয়ে একজনের মৃত্যু

 

মোঃ আরিফুল ইসলাম : খাগড়ছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি এলাকায় গোমতী নদীতে গোসল করতে নেমে এক কিশোরীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, সকালে ৫ জন মিলে নদীতে গোসল করতে গিয়ে দুই জন ডুবে যায়। পরে স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুনে নদীতে নেমে একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে প্রায় দেড় ঘন্টা পর নুসরাত জাহান (১৬) নামের এক কিশোরীকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নদীতে ডুবে মৃত্যু বরণ করা নুসরাত জাহান ব্রাহ্মণবাড়িয়া থেকে ফুফার বাড়ি মাটিরাঙ্গার বেলছড়ি এলাকার মোঃ আব্দুলার বাড়িতে বেড়াতে আসে। রবিবার সকাল ১১টার দিকে ফুফাত বোনসহ ৫জন মিলে গোমতি নদীতে গোসল করতে নামে। এসময় দুই বোন এক সাথে পানিতে ডুবে যায়। এ ঘটনায় ফুফাতো বোনকে জীবিত উদ্ধার করা গেলেও নুসরাত জাহান এর মৃত্যু হয়। এরআগেও একই স্থানে এক শিশুর মৃত্যু হয়েছিলো। মাটিরাঙ্গা থানা পুলিশ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে