মো: সোহেল রানা : খেলাধুলা সাংস্কৃতি পড়ালেখার পাশাপাশি মনকেও প্রফুল্ল্য রাখে। শারীরিক ফিটনেস বৃদ্ধি করে ভাতৃত্ববোধ সৃষ্টি করে। খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের একমাত্র ইবতেদায়ী মাদ্রাসা কবাখালী আল আমিন বারীয়া ইবতেদায়ী মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন উপলক্ষে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৮মার্চ সোমবার সকালে কবাখালী আল আমিন বারীয়া ইবতেদায়ী মাদরাসার আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান। সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো: মুস্তাফিজুর রহমান। সহকারী শিক্ষক মো: শাহ জাহানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন কবাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা আনজুমানে রহমাতাল্লিল আলামিন ট্রাস্ট এর সভাপতি মো: নুরুল আবছার মুনাফ, কবাখালী আল আমিন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মা: মো: আবুল বাশার।
আলোচনা সভায় বক্তরা বলেন, ধর্মীয় শিক্ষায় শিখিত হয়েও দেশের জন্য কাজ করা যায়, সকল ধর্মের বাণী মানুষের মঙ্গলের জন্য। কোন ধর্ম মানুষের অমঙ্গল চায় না। স্মার্ট বাংলদেশ গড়তে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ জন্য সকলকে সাহায্য সহযোগীতা করতে হবে। ধর্মীয় শিক্ষাকে নিচু করে দেখা যাবে না। ধর্মীয় শিক্ষার মূল্যবোধ সমাজে অপরসীম। আলোচনা সভাশেষে মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার পুরুষ্কার বিতরন করা হয়।
আপনার মতামত লিখুন :