রামগড়ে ওয়ারেন্টভুক্ত আসামির হামলায় পুলিশ সদস্য গুরুতর আহত
রামগড় অফিস:
খাগড়াছড়ির রামগড়ে ওয়ারেন্টভুক্ত আসামির হামলায় আজিমুল হক নামে এক পুলিশের এসআই গুরুতর আহত হয়।
২৮ অক্টোবর রাত ৯টার দিকে রামগড় ১নং ইউনিয়নের খাগড়াবিল এলাকার নোয়াপাড়া স্থানে এঘটনা ঘটে।
আহত এসআই আজিমুল হক রামগড় থানায় কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
রামগড় থানা পুলিশ সুত্রে জানা গেছে, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি সৈয়দ বাবর উদ্দিন ভূইয়া পিতা: বাহার উদ্দিন ভুইয়া খাগড়াবিল নোয়াপাড়া নিজ বাড়ীতে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিমুল হক এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়। আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে এসআই আজিমুল হকের মাথায় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অন্যান্য পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ আসামীকে আদালতে প্রেরণ করেন।
আপনার মতামত লিখুন :