বিশেষ প্রতিনিধি:
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলাকে চলতি বছরের মধ্যে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা করার লক্ষ্য নিয়ে ২৭ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত ১৫ দিনব্যাপী বিশেষ সনাক্তকরণ ক্যাম্পেইন শুরু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনীষ্ঠা চাকমার সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপময় তালুকদারের উপস্থিতিতে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, যাতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।
কর্মকর্তারা জানান, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর আর্থিক সহায়তা এবং সিআইপিআরবি (CIPRB)-এর কারিগরি সহায়তায় SR-MNCAH প্রকল্পের আওতায় এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে মাঠ পর্যায়ে HI, AHI, HA, CHCP, FWV, FWA, ও FPI কর্মকর্তারা একসাথে কাজ করছেন।
ফিস্টুলা আক্রান্ত রোগীদের শনাক্ত করে জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চূড়ান্ত মূল্যায়নের পর উন্নত চিকিৎসার জন্য ফিস্টুলা সেন্টারে পাঠানো হবে। এই চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।
কর্মকর্তারা জানান, ২৩ মে আন্তর্জাতিক ফিস্টুলা দিবসে মহালছড়ি উপজেলাকে ফিস্টুলামুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে। ঘোষণা দেবেন খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক।
স্থানীয়রা এই উদ্যোগকে মা ও নবজাতকের সুস্থতার জন্য একটি আশার আলো বলে অভিহিত করেছেন। ভবিষ্যতে জেলার অন্যান্য উপজেলায়ও এমন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশকে ফিস্টুলামুক্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :