পানছড়িতে বৈধ কাগজপত্র ছাড়াই ইসকন প্রচার কেন্দ্র পুনঃনির্মাণের উদ্যোগ, স্থানীয়দের অভিযোগে স্থগিত
admin
প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন /
০
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বৈধ কাগজপত্র এবং প্রশাসনিক অনুমোদন ছাড়াই ইসকনের একটি পরিত্যক্ত প্রচার কেন্দ্র ও কীর্তন মন্দিরের পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া হলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে নির্মাণ কাজ স্থগিত করে বিজিবি। শনিবার ২৬ এপ্রিল সকাল ১০টায় ৩ বিজিবি’র পানছড়ি ব্যাটালিয়ন সদর দপ্তর হতে প্রায় ২০০ গজ পশ্চিমে অবস্থিত আদি ত্রিপুরা পাড়ায় জেলা ইসকন কমিটির সভাপতি সুকান্ত চক্রবর্তীর নেতৃত্বে ৮ থেকে ১০ জন সদস্য নির্মাণকাজ শুরু করেন। নির্মাণের বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলে তারা পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) নিকট অভিযোগ জানান অভিযোগের প্রেক্ষিতে বিজিবি নির্মাণকাজ পরিচালনাকারী ব্যক্তিদের কাছে উপজেলা প্রশাসনের অনুমতি ও জমির বৈধ কাগজপত্র প্রদর্শনের অনুরোধ জানায়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন বলে জানা গেছে। ফলে শান্তি-শৃঙ্খলা অক্ষুন্ন রাখার স্বার্থে কাজটি আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে সংশ্লিষ্ট স্থানটিতে নির্মাণকাজ বন্ধ রয়েছে। প্রশাসনিক অনুমতি নিয়ে আসার জন্য বলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পানছড়ি উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মোট জনসংখ্যা ১৪,৭৪০ জন এবং ১০টি মন্দির রয়েছে। বিজিবি ও অন্যান্য প্রশাসনিক সংস্থার সাথে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের সুসম্পর্ক বিদ্যমান। এ বিষয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ইসকন প্রচার কেন্দ্রের পুনঃনির্মাণ সম্পর্কে তারা অবগত ছিলেন না। এদিকে, সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, পানছড়ি উপজেলায় ইসকনের নিজস্ব কোনো প্রচার কমিটি নেই। সনাতনী ধর্মাবলম্বীদের একটি ক্ষুদ্র অংশ ইসকনের অনুসারী। ধারণা করা হচ্ছে, স্থানীয়ভাবে ইসকনের অনুসারী সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ও তাদের গোপনীয় কর্মকাণ্ড জোরদার করার উদ্দেশ্যে এ পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন সাংবাদিকদের জানান, এ বিষয়ে ২৭ এপ্রিল রবিবার তাদেরকে বৈধ কাগজ পত্র দেখাতে বলা হলেও তারা আসেনি, তাই নির্মান কাজ স্থগিত রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :