খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। ২১ফেব্রুয়ারি বুধবার রাত ১২টা ১ মিনিটে খাগড়াছড়ি জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। অতপর খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান,জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পুলিশ সুপার মুক্তা ধরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।
২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন বহু সাহসী যুবক। তাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে, লিখতে পারছি।ভাষা কেবল কথা বলার মাধ্যম নয়, এটি আমাদের অস্তিত্বের প্রতীক, জ্ঞানের চাবিকাঠি। ভাষার মাধ্যমে আমরা আমাদের চিন্তা-ভাবনা প্রকাশ করি, জ্ঞান অর্জন করি এবং অন্যদের সাথে যোগাযোগ স্থাপন করি। ভাষা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করে চলার পথে সহায়তা করে।
আপনার মতামত লিখুন :