আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা


admin প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৪, ৪:৪০ অপরাহ্ন /
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

 

আবদুল আলী, বিশেষ প্রতিনিধি : গুইমারায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
৮ মার্চ শুক্রবার সকালে গুইমারা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা। এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় দিনটি। নারী দিবসে এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ।’ নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ ও নারীর সাফল্য উদযাপনসহ নারীর অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশেও পালিত হয়েছে এ দিবস।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে নারী দিবসের শোভাযাত্রা বের করা হয়।