প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। ২৭ এপ্রিল রোববার সকালে মাটিরাঙ্গা জোনের আওতাধীন পরশুরামঘাট আর্মি ক্যাম্পের অধীনে খুমপৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা, শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়, সেপকস গুইমারা, মাটিরাঙ্গা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, মাটিরাঙ্গা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এবং মাটিরাঙ্গা ক্লাবকে আর্থিক অনুদান প্রদান করা হয়। একই সঙ্গে ২০০টি ফলদ গাছের চারা বিতরণ এবং ২৫টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। আগুনে বসতঘর পুড়ে যাওয়া খুমেন্দ্র পাড়ার বাসিন্দা সোহেল ত্রিপুরাকে একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়।
একই দিনে, মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মুঈদ-উল করিম চৌধুরী এবং মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারিয়া আহমেদের তত্ত্বাবধানে ২৬০ জন পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
এসময় মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল কৌশিক জাহান বলেন,
“বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও মানুষের আস্থার প্রতীক হিসেবে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”
আপনার মতামত লিখুন :