বিশ্ব শিক্ষক দিবসে দীঘিনালায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৫, ৬:০১ অপরাহ্ন /
বিশ্ব শিক্ষক দিবসে দীঘিনালায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. সোহেল রানা : “শিক্ষকতা পেশা—মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে ধারণ করে খাগড়াছড়ির দীঘিনালায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। ৫ অক্টোবর রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সেমিনার কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা।
সভায় বক্তব্য রাখেন— উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. সোহেল রানা, হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া, রশিকনগর দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাও. আনিসুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের অফিসার মো. মাইন উদ্দিন, রেয়াংকাজ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি উষা আলো চাকমা, অনার্থ আশ্রয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল হক, উদালবাগান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ত্রিরত্ন চাকমা ও তরুণ জ্যোতি চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, “শিক্ষক সমাজের মূল ভিত্তি। তাঁরা শুধু পাঠদান করেন না, বরং একটি জাতির ভবিষ্যৎ গড়ে তোলেন। শিক্ষক দিবস আমাদের সেই সুযোগ এনে দেয়, যেদিন আমরা শিক্ষকদের অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করি।”
উষা আলো চাকমা তাঁর বক্তব্যে বলেন—“দেশের সব বেসরকারি উচ্চ বিদ্যালয়ের জাতীয়করণ, ২০% বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি জানাই। শিক্ষকদের প্রাপ্য সম্মান ও সুবিধা নিশ্চিত হলে শিক্ষা আরও মানসম্মত হবে।”
বক্তারা আরও বলেন, ১৯৯৪ সালে ইউনেসকো কর্তৃক ঘোষিত বিশ্ব শিক্ষক দিবস আজ বিশ্বজুড়ে শিক্ষা উন্নয়ন ও শিক্ষক মর্যাদা বৃদ্ধির প্রতীক হিসেবে পালিত হচ্ছে।
আলোচনা শেষে শিক্ষকদের মাঝে কৃতজ্ঞতা স্মারক প্রদান ও সম্মাননা জানানো হয়।