মো: সোহেল রানা : “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা তরুত্বপূর্ণ” প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর সোমবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২৪ ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরের সামন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে অংশ নেয় দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মো: মামুনুর রশীদ, দীঘিনালা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম সরকার, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামাল জীবন, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামনা ত্রিপুরা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, সাবেক উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, উপজেলা আনসার ভিডিপি অফিসার মো: কাশেমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুনুর রশীদ। আলোচনা সভা শেষ শিক্ষার্থীদের নিয়ে হাত দোয়ার নিয়ম শিখানো হয়।
আপনার মতামত লিখুন :