৬ বছর ধরে শিক্ষা অফিসার নেই- গুইমারায় পিয়নের হাতেই চলছে মাধ্যমিক শিক্ষা অফিস!


admin প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন /
৬ বছর ধরে শিক্ষা অফিসার নেই- গুইমারায় পিয়নের হাতেই চলছে মাধ্যমিক শিক্ষা অফিস!

মোঃ আবদুল আলী : খাগড়াছড়ির নবগঠিত গুইমারা উপজেলায় ৬ বছর ধরে মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকায় পুরো অফিস কার্যক্রম চলছে মাত্র দুইজন পিয়নের মাধ্যমে। ২০১৯ সালের ২১ জুলাই পূর্বতন অফিসার বদলির পর থেকে পদটি শূন্য পড়ে রয়েছে।

বর্তমানে পিয়ন সুজিত ত্রিপুরা ও মংক্য চৌধুরী দায়িত্বরত থেকে অফিসের যাবতীয় কাজ চালিয়ে যাচ্ছেন। জনবল কাঠামোয় কর্মকর্তা-কর্মচারী মিলে মোট ৬টি পদ থাকলেও নিয়োগ না থাকায় প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা।

এর ফলে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক তত্ত্বাবধান, শিক্ষক প্রশিক্ষণ, পরিদর্শন, তথ্য হালনাগাদসহ বিভিন্ন জরিপ কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। শিক্ষা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় শিক্ষকরা।

জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, “শুধু গুইমারায় নয়, খাগড়াছড়ির প্রতিটি উপজেলায় জনবল সংকট রয়েছে। বিষয়টি বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো সমাধান হয়নি। নির্বাচনের পর নতুন সরকার এলে হয়তো দ্রুত পদায়নের আশা করা যায়।”

এমন দীর্ঘ সময় ধরে শিক্ষা কর্মকর্তা না থাকা সরকারের প্রতি স্থানীয়দের হতাশা বাড়িয়ে দিয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, গুইমারার শিক্ষাব্যবস্থাকে বাঁচাতে দ্রুত পদায়ন ও জনবল নিয়োগের ব্যবস্থা গ্রহণ জরুরি।