যামিনীপাড়া জোনের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর হস্তান্তর


admin প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৫, ৬:২৪ অপরাহ্ন /
যামিনীপাড়া জোনের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর হস্তান্তর

জসীম উদ্দিন জয়নাল :
পার্বত্য এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) নিয়মিতভাবে নানা জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে। এই ধারাবাহিকতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে নতুন বসতঘর হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) যামিনীপাড়া জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালিদ ইবনে হোসেন, বিপিএম, পিএসসি, অর্ডন্যান্স ক্ষতিগ্রস্ত ভিডিপি সদস্য মোঃ বিল্লাল হোসেনের (৫০) পরিবারকে নতুন ঘর হস্তান্তর করেন।

গত ১৮ মার্চ অগ্নিকাণ্ডের ঘটনায় মোঃ বিল্লাল হোসেনের বসতবাড়ি, রান্নাঘর এবং ঘরের সব মালামাল পুড়ে যায়। তার আবেদনের ভিত্তিতে যামিনীপাড়া জোন “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় একটি নতুন বসতঘর নির্মাণের ব্যবস্থা করে। এতে মোট ৫ জন সুবিধাভোগী সদস্য নতুন আশ্রয় পেয়েছেন।

এই উদ্যোগ পার্বত্য এলাকায় মানবিক সহায়তার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।