মৃত্যু দাবির  চেক হস্তান্তর করল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স


admin প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৫, ৯:০১ অপরাহ্ন /
  মৃত্যু দাবির  চেক হস্তান্তর করল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

প্রতিনিধি:

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি পিএলসি তাদের গ্রাহক সেবার ধারাবাহিকতায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মৃত গ্রাহক কল্পনা রানী দেব-এর মৃত্যুদাবির চেক প্রদান করেছে। মৃত্যুদাবির পরিমাণ ছিল ২,২৬,১৬৭ টাকা।

চেকটি গ্রহণ করেন কল্পনা রানী দেবের নমিনি ও পানছড়ি বাজারের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী জয় প্রসাদ দেব। সোমবার (২৮ এপ্রিল) সকালে পানছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির রিজিওনাল ইনচার্জ সুদত্ত রঞ্জন ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বাবু উচিত মনি চাকমা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিফ জোনাল ম্যানেজার মোঃ সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব নজরুল ইসলাম, পানছড়ি প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মাহিম, জেলা কর্মকর্তা আব্দুর রহিম হৃদয়, ব্লক অফিস ইনচার্জ হারুনুর রশিদ মোস্তাফিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নমিনি জয় প্রসাদ দেব চেক গ্রহণের পর বলেন, “ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি সময়মতো দায়বদ্ধতা পালন করে যে সহযোগিতা করেছে, তাতে আমি কৃতজ্ঞ। এটি একটি দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য কোম্পানি।”