প্রতিনিধি : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা এবং পুরো কাপ্তাই হ্রদ এলাকায় আগামী ১ মে থেকে পরবর্তী তিন মাস মৎস্য আহরণ, শুটকি প্রক্রিয়াকরণ, বাজারজাতকরণ ও পরিবহনের ওপর সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির এক সভায়, যেখানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক ও কমিটির সভাপতি মোঃ হাবিবুল্লাহ। সভাটি অনুষ্ঠিত হয় ১৬ এপ্রিল, রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে।
নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হলো হ্রদের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, কার্পজাতীয় মাছের প্রজনন নিশ্চিত করা এবং পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি ঘটানো। এতে করে দীর্ঘমেয়াদে মাছের উৎপাদন বাড়বে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।
সব ধরনের মাছ ধরা
মাছ শুকিয়ে শুটকি করা ও সংরক্ষণ
মাছ ও শুটকি পরিবহন
বরফকল পরিচালনা
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মহালছড়ি উপকেন্দ্রের প্রধান নসরুল্লাহ আহমেদ জানিয়েছেন, নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা।
নিবন্ধিত জেলেদের জন্য বরাদ্দ থাকবে ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা, যাতে তারা নিষেধাজ্ঞাকালীন জীবিকা নির্বাহে সমস্যায় না পড়েন।
তিনি আরও বলেন, “মৎস্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন। হ্রদের সম্পদ রক্ষা করলেই মহালছড়ির আর্থসামাজিক উন্নয়ন সম্ভব।”
আপনার মতামত লিখুন :