পানছড়িতে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৫, ৮:২৩ অপরাহ্ন /
পানছড়িতে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

 

প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল  মঙ্গলবার  উপজেলা অডিটোরিয়ামে এই কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানছড়ি। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম মজুমদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ি পার্বত্য জেলার উপ-পরিচালক মোঃ বাছিরুল আলম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ কফিল উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আনন্দ জয় চাকমা, ভুমিধ রোয়াজা, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, সহকারী সমবায় কর্মকর্তা আইচ্যুক ত্রিপুরা, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে পানছড়ি উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৮টি পার্টনার ফিল্ড স্কুলের প্রায় ৭৫ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। তারা মাঠ পর্যায়ের বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় ও উন্নত কৃষি চর্চা নিয়ে আলোচনা করেন।

এই কংগ্রেসের মূল লক্ষ্য ছিল কৃষকদের জ্ঞান ও অভিজ্ঞতা ভাগাভাগি করা, পরিবেশবান্ধব ও আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে ভূমিকা রাখা।