পানছড়িতে দরিদ্র জেলেদের জন্য ছাগল ও শুকর বিতরণ


admin প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৫, ৮:০৪ অপরাহ্ন /
পানছড়িতে দরিদ্র জেলেদের জন্য ছাগল ও শুকর বিতরণ

 

খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিকল্প আয়ের সুযোগ তৈরির অংশ হিসেবে ২৫ জন দরিদ্র জেলের মধ্যে ছাগল ও শুকর বিতরণ করা হয়েছে।

২৮ এপ্রিল সোমবার  দুপুরে খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

তিনি জানান, পাহাড়ি ছড়া ও ঝিড়িতে মাছের প্রাচুর্য কমে যাওয়ায় অনেক জেলে এখন আর আগের মতো মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারছেন না। এজন্য সরকারের পক্ষ থেকে বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রকল্পের আওতায় ১৬ জন জেলেকে ৪টি করে ছাগল এবং ৯ জন জেলেকে ২টি করে শুকর প্রদান করা হয়। এটি ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প’-এর অধীনে বাস্তবায়িত হচ্ছে।

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের খাগড়াছড়ি জেলার সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কবির আহম্মেদ, জেলা মৎস্য অফিসের উপসহকারী প্রকৌশলী রিংকন বিশ্বাস, এবং পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি সহ উপকারভোগীরা।