মোহাম্মদ ইউনুছ : বান্দরবান জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।
৮ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে বিশাল এক আনন্দ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সংক্ষিপ্ত সমাবেশ ও বক্তারা
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন:
- উপজেলা বিএনপির সভাপতি আরিফ উল্লাহ ছোট্ট
- সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর
- যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার সোহেল (সঞ্চালনায়)
- সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইউনুছ
- সাধারণ সম্পাদক জহির আহমেদ
- যুবদল সভাপতি আবু সুফিয়ান চৌধুরী সোহেল
- ছাত্রদল আহ্বায়ক জিয়াবুল হক জিয়া
- যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও মিনহাজ
এছাড়াও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটি ও কেন্দ্রীয় ঘোষণার প্রেক্ষাপট
গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বান্দরবান জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে:
- সাবেক সাংসদ ও বোমাং সার্কেলের ১৫তম রাজা অংশৈপ্রু চৌধুরীর দ্বিতীয় সন্তান সাচিংপ্রু জেরী-কে আহ্বায়ক করা হয়।
- বান্দরবান পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ জাবেদ রেজা-কে সদস্য সচিব মনোনীত করা হয়।
নবগঠিত কমিটি নিয়ে নেতাকর্মীদের প্রতিক্রিয়া
দীর্ঘ সাত বছর পর বান্দরবানে বিএনপির নতুন কমিটি ঘোষণার পর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়।
নেতাকর্মীরা আনন্দ মিছিল পরবর্তী পথসভায় আশা প্রকাশ করেন যে, সাচিংপ্রু জেরী ও মাম্যাচিং গ্রুপ একসাথে কাজ করলে বিএনপিকে সংগঠিত করার নতুন সুযোগ তৈরি হবে।
দ্বন্দ্বের ইতিহাস ও নতুন আশার আলো
২০১৭ সালে বিএনপি কেন্দ্রীয় কমিটি মাম্যাচিংকে সভাপতি ও জাবেদ রেজাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করেছিল। এতে দলে অভ্যন্তরীণ বিভক্তি তৈরি হয় এবং এই দ্বন্দ্ব উপজেলা পর্যায়েও ছড়িয়ে পড়ে। ফলে গত সাত বছর ধরে এই পরিস্থিতি আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কৌশলে কাজে লাগিয়েছে।
তবে নতুন করে সাচিংপ্রু জেরীকে আহ্বায়ক ও জাবেদ রেজাকে সদস্য সচিব করে কমিটি গঠন করায় নেতাকর্মীরা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে আনন্দ মিছিল করেছে।
নবগঠিত কমিটির অধীনে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় নেতারা।
আপনার মতামত লিখুন :