দীঘিনালায় ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পাঠ্যবই বিতরণ


admin প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৫, ৬:১০ অপরাহ্ন /
দীঘিনালায় ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পাঠ্যবই বিতরণ

দীঘিনালায় ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশের উদ্যোগে পাঠ্যবই বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। “ঐক্য, শিক্ষা, প্রগতি— গুণগত শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে জাতীয় ঐক্য সুদৃঢ় করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪ অক্টোবর শনিবার সকালে দীঘিনালা উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ দীঘিনালা শাখার সভাপতি রেনি ত্রিপুরা, এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক বিশ্ব ত্রিপুরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ধনেশ্বর ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, নারী ও শিশু প্রসিকিউটর অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা, গুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসাধন ত্রিপুরা এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা।
আলোচনায় বক্তারা বলেন—“ত্রিপুরা সম্প্রদায় এখনো শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে পিছিয়ে আছে। সমাজের অগ্রযাত্রায় শিক্ষার বিকল্প নেই। প্রতিটি পরিবারকে সন্তানদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে।” তারা আরও বলেন, “বাল্যবিবাহ আমাদের অগ্রগতির বড় বাধা। শিক্ষার্থীদের শপথ নিতে হবে— বাল্যবিবাহ করব না, কাউকে করতে দেব না, এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব।”
অনুষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ৪০ জন শিক্ষার্থীর হাতে পাঠ্যবই তুলে দেওয়া হয় এবং এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৯১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত দুইজন শিক্ষার্থীকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী উত্তম কুমার ত্রিপুরা নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন “ত্রিপুরা সমাজের তরুণ প্রজন্মকে শিক্ষার মাধ্যমে নিজেদের ভাগ্য গঠনে এগিয়ে আসতে হবে। শিক্ষা হলো আত্মমুক্তি ও সাফল্যের পথ।”