মোঃ আবদুল আলী : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে খাগড়াছড়ি জেলা ও উপজেলা বিএনপি।
গতকাল রাতে সংঘটিত অগ্নিকাণ্ডে জালিয়াপাড়ার ইসমাইল মার্কেটের একাধিক দোকান পুড়ে যায়। খবর পেয়ে ৫ অক্টোবর রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন এবং উপজেলা বিএনপির সমন্বয়ক এডভোকেট আব্দুল মালেক মিন্টু।
এসময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলীসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
নেতারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা জানিয়ে বলেন— “খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সংসদ সদস্য ও সাবেক পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ ভূইয়া সবসময় জনগণের পাশে আছেন। মনোবল হারাবেন না, আবারও ঘুরে দাঁড়াতে পারবেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৯ জন ব্যবসায়ীকে জেলা ও উপজেলা বিএনপির পক্ষ থেকে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তারা।
এছাড়া, গুইমারায় একটি স্থায়ী ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিও জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে জোরালোভাবে উপস্থাপন করার ঘোষণা দেন নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :