মোঃ আবদুল আলী : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানদারদের আর্থিক সহায়তা ও ত্রাণসামগ্রী প্রদান করা হয়।
গত শনিবার রাতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৫ অক্টোবর রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান খাগড়াছড়ি জেলা প্রশাসক ইফতেখার ইসলাম খন্দকার। তিনি জালিয়াপাড়ার ইসমাইল মার্কেটে ক্ষতিগ্রস্ত দোকানসমূহ পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।
পরবর্তীতে হাফছড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে সংক্ষিপ্ত আলোচনা শেষে জেলা প্রশাসক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ জন দোকান মালিককে ৭,৫০০ টাকা করে নগদ অর্থ ও ৩০ কেজি করে চাল বিতরণ করেন।
এসময় জেলা প্রশাসক বলেন,“দুর্যোগ জীবনের অংশ, কিন্তু এতে মনোবল হারানো যাবে না। সবাই মিলে একে অপরের পাশে দাঁড়াতে হবে। প্রশাসন সবসময় জনগণের পাশে আছে। গুইমারায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার, বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী, এবং হাফছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্যজাই মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় গুইমারায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক ইফতেখার ইসলাম খন্দকার।
আপনার মতামত লিখুন :