গুইমারায় শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন ওয়াদুদ ভূঁইয়া


admin প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন /
গুইমারায় শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন ওয়াদুদ ভূঁইয়া

 

মোঃ আবদুল আলী : খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় জাতি—ধর্ম—বর্ণ নির্বিশেষে শান্তি ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে অনুষ্ঠিত হয়েছে “সম্প্রীতি ও শান্তি আলোচনা সভা”।
৯ অক্টোবর বুধবার বিকেল ৩টায় গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে গুইমারা উপজেলা বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—এর খাগড়াছড়ি জেলা সভাপতি, সাবেক এমপি ও উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ ভূঁইয়া।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা সমন্বয়ক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ওসমান গনি, হরিমন্দিরের পুরোহিত স্বপন চক্রবর্তী, মার্মা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অং মগ, মার্মা কল্যাণ পরিষদের সভাপতি অংজাই চৌধুরী, ত্রিপুরা ঐক্য পরিষদের সভাপতি বিশ্বকুমার ত্রিপুরা, হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ত্রিদিব নারায়ণ ত্রিপুরা এবং গুইমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হরিপদ ত্রিপুরা প্রমুখ।

বক্তারা বলেন, “২৮ সেপ্টেম্বর গুইমারার ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায়। ভুল বোঝাবুঝি ও গুজবের কারণে ঘটে যাওয়া এই ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়, সে বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।”

প্রধান অতিথি ওয়াদুদ ভূঁইয়া তাঁর ভার্চুয়াল বক্তৃতায় বলেন,“গুইমারা সবসময়ই শান্তি ও সম্প্রীতির ভূমি। পাহাড়ি—বাঙালি মিলেমিশে একসঙ্গে থাকলেই এই অঞ্চল আবারো উন্নয়ন ও সৌহাদ্যের্র দৃষ্টান্ত স্থাপন করবে। বিএনপি সবসময় জনগণের পাশে আছেÑ শান্তি, সহাবস্থান ও মানবিক মূল্যবোধ রক্ষাই আমাদের অঙ্গীকার।”

তিনি আরও আহ্বান জানান, “রামসুবাজারের ঘটনার পর দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হোক, তবে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়Ñ এ বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।”

সভায় বক্তারা শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান এবং গুইমারাকে সম্প্রীতির মডেল উপজেলায় পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন।