প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলায় অসহায়, অস্বচ্ছল ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (২৭ এপ্রিল) সকালে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে মানবিক সহায়তা প্রদান করেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।
সহায়তার অংশ হিসেবে চিকিৎসার জন্য ৯ জন অস্বচ্ছল রোগীকে অর্থ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি জিরো মাইল এলাকার এবাদতখানা মেরামতের জন্য সহায়তা প্রদান করা হয়। কুমিল্লাটিলা আইডিয়াল স্কুলের শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা প্রদানে সহায়তা দেওয়া হয়। এছাড়াও স্বনির্ভরতার লক্ষ্যে এক হতদরিদ্র নারীকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার জানান, ভবিষ্যতেও এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ পার্বত্য এলাকার অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :