খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন


admin প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৫, ৭:০৩ অপরাহ্ন /
খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন

 প্রতিনিধি:
“দ্বন্দ্বে কোনো আনন্দ নেই, আপস করো ভাই, লিগাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই”—এই স্লোগানকে ধারণ করে খাগড়াছড়িতে উদযাপিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫।

সোমবার সকালে খাগড়াছড়ি জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা লিগ্যাল এইড কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আজিজুল হক।

আলোচনা সভায় বক্তারা বলেন, অর্থনৈতিকভাবে অস্বচ্ছল নাগরিকদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার লিগ্যাল এইড কার্যক্রম পরিচালনা করছে। যারা মামলা পরিচালনায় ব্যর্থ, তাদের জন্য কোনোরকম ফি ছাড়াই আইনি সহায়তা দেওয়া হয়। বক্তারা আরও বলেন, এই সেবার ব্যাপারে সাধারণ জনগণকে সচেতন করতে হবে এবং আইনি সহায়তা গ্রহণে উৎসাহিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম এবং খাগড়াছড়ি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নোমান মইনুদ্দিন। এছাড়াও সুবিধাভোগী আবু বকর সিদ্দিক এবং আলেয়া বেগম তাদের অভিজ্ঞতা তুলে ধরে লিগ্যাল এইডের কার্যক্রমের প্রশংসা করেন।

জানা গেছে, খাগড়াছড়িতে ইতোমধ্যে ১৩০টি মামলার মধ্যে ৭৪টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং ১৮ কোটি টাকা উদ্ধার করে কোনোরকম ফি ছাড়াই প্রাপকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে আইনজীবী, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২০০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ বছর শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, যিনি লিগ্যাল এইড কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সম্মানিত হয়েছেন।

আইনি সহায়তা নিশ্চিতকরণে সরকারের এ মহতী উদ্যোগকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা লিগ্যাল এইড কমিটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।