অলি আহাদের জন্মদিনে বাঘাইছড়িতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ


admin প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৫, ৮:৩২ অপরাহ্ন /
অলি আহাদের জন্মদিনে বাঘাইছড়িতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

ইমরান হোসেন জুমান : বাঘাইছড়িতে ছাত্রনেতা ও জেলা ছাত্রদল সভাপতি পদপ্রার্থী অলি আহাদের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি।

২৯ এপ্রিল মঙ্গলবার বিকেল ৫টায় কাচালং দাখিল মাদ্রাসায় এই আয়োজনের উদ্যোগ নেন কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ সরোয়ার গাজী। এতে দোয়া মাহফিল শেষে এতিম ও অসহায় ছাত্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবলু, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউনুস সাকিব, সদস্য শ্যামল দাশ, পৌর ছাত্রদলের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিভিন্ন স্তরের ছাত্রদল নেতৃবৃন্দ।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৩০ কেজি চাল, ৪ লিটার তেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি লবণ এবং ২ কেজি ডাল।

এ সময় কলেজ ছাত্রদলের সদস্য সচিব সরোয়ার গাজী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে।”