সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও কর্মবিরতি


admin প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন /
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও কর্মবিরতি

 

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন খাগড়াছড়িতে কর্মরত সংবাদকর্মীরা। ৮ অক্টোবর বুধবার সকাল ১০টায় শহরের শাপলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন।
জেলার নয় উপজেলার সাংবাদিকরা অংশগ্রহণ করে একসঙ্গে দাবি তোলেন “সাংবাদিকদের নিরাপত্তা চাই, স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা চাই।”
মানববন্ধনে বক্তারা বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা নিরপেক্ষভাবে সত্য প্রকাশে কাজ করে যাচ্ছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে সংবাদকর্মীরা হুমকি, ভয়ভীতি ও হয়রানির মুখে পড়ছেন। যদি সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত না হয়, তবে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা ব্যাহত হবে।”
মানববন্ধনে সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন—প্রেসক্লাব সভাপতি তরুণ ভট্টাচার্য, সহ—সভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ. এম. প্রফুল্লসহ অন্যান্য সিনিয়র সাংবাদিকবৃন্দ।
বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ দ্রুত নিশ্চিত করতে হবে।
মানববন্ধন শেষে সাংবাদিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন। পরে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার উপস্থিত হয়ে সাংবাদিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।