মানিকছড়ির বৌদ্ধ বিহারগুলোর মাঝে ৫০ মেট্রিক টন চাল বিতরণ


admin প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন /
মানিকছড়ির বৌদ্ধ বিহারগুলোর মাঝে ৫০ মেট্রিক টন চাল বিতরণ

 

মানিকছড়ি প্রতিনিধি : বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ১০০টি বৌদ্ধ বিহারে সরকারি সহায়তা হিসেবে ৫০ মেট্রিক টন চাল সরবরাহ করা হয়েছে। ৫ অক্টোবর রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের আওতায় প্রতিটি বিহারের সভাপতি ও সম্পাদকদের কাছে ৫০০ কেজি করে চালের ডিও (Delivery Order) হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন “বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা বহন করে। সরকার সব ধর্মের মানুষের প্রতি সমান শ্রদ্ধাশীল। এই সহায়তা তাদের উৎসব উদযাপনে কিছুটা সহায়ক হবে বলে আশা করি।”
উল্লেখ্য, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠান, যা বর্ষাবাস সমাপ্তি উপলক্ষে পালিত হয়। এই দিনে দেশব্যাপী বৌদ্ধ ভিক্ষু ও অনুসারীরা পূজা-অর্চনা, প্রদীপ প্রজ্জ্বলন এবং সামাজিক মিলনমেলায় অংশ নেন।
মানিকছড়ি উপজেলা প্রশাসনের এ উদ্যোগ স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে স্বস্তি ও আনন্দের বার্তা বয়ে এনেছে।