মাটিরাঙ্গায় মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যম্পিয়ন ‘সিক্স-এইট-নাইন একাদশ’


admin প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৩, ৯:১৫ অপরাহ্ন /
মাটিরাঙ্গায় মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যম্পিয়ন ‘সিক্স-এইট-নাইন একাদশ’

 

মো. আরিফুল ইসলাম : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ সিজন ১ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই সোমবার বিকেলের দিকে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মাটিরাঙ্গা মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন, পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো: হারুনুর রশিদ ফরাজী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমূখ। এছাড়া মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল, মাটিরাঙ্গা পৌরসভার ৬নং কাউন্সিলর শহিদুল ইসলাম সোহাগ, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী,৫নং ওয়ার্ড কাউন্সিলর মো: রাকিব হাসান সহ সামরিক-বেসামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সীমিত ১২ ওভারে খেলায় তুমুল প্রতিদ্বন্ধিতামূলক খেলায় মাটিরাঙ্গা সিক্স, এইট, নাইন একাদশ ১৫৫ রান করে। ১৫৬ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ওভার শেষে খাগড়াছড়ি ক্রিকেটার্স একাদশ ১০২ রানে করতে সক্ষম হয়।
খেলায়, মাটিরাঙ্গা সিক্স, এইট, নাইন একাদশ ৫৪ রানে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে এবং খাগড়াছড়ি ক্রিকেটার্স একাদশ রানার্সআপ হয়।
এসময় মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামসুল হক বলেন, যুব সমাজ কে খেলাধূলায় আগ্রহী করে তোলার জন্যই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। একই সাথে মোবাইল আসক্তি ও নিজেদের শারিরীক সুস্থ্যতা বজায় রাখতে যুব সমাজ কে নিত্য খেলাধূলার প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। সেপ্টেম্বরের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ও মাটিরাঙ্গা পৌরসভার যৌথ উদ্যেগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন, পিএসসি,বলেন, “খেলাধূলায় বাড়ে বল” মাদক ছেড়ে খেলতে চল। খেলাধূলা মানুষের মনোবল বাড়ায়, আনন্দ দেয়, মাদক থেকে দূরে রাখে। পড়ালেখার পাশাপাশি সকলকে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহবান জানান তিনি।
টুর্নামেন্টে ম্যান অব দ্যা ফাইনাল হন নোমান। সেরা বেটসম্যান নির্বাচিত হন মামুন। খেলা শেষে চ্যম্পিয়ন দলকে ৩৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১৫ হাজার টাকার প্রাইজ মানি তুলে দেন অতিথিরা।
প্রসঙ্গত, গত ৬ জুলাই মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের সিজন ১ এর শুভ উদ্বোধন করেন, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো: কামরুল হাসান, পিএসসি।