মো. সোহেল রানা : নিম্ন ও মধ্য আয়ের মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখতে সারা দেশের মতো খাগড়াছড়ির দীঘিনালাতেও সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রয় কার্যক্রম চলছে। উপজেলার ৫টি ইউনিয়নে ১১ হাজার ৫২৯ জন স্মার্ট কার্ডধারী উপকারভোগী এ সুবিধা পাচ্ছেন।
“টিসিবির পণ্য কিনে হন ধন্য” — এই প্রচারণার অংশ হিসেবে সরকার চাল, ডাল, তেল ও চিনি সুলভ মূল্যে সরবরাহ করছে।
প্রত্যেক স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ভোক্তা ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি সয়াবিন তেল এবং ১ কেজি চিনি পাচ্ছেন মাত্র ৫৪০ টাকায় একটি প্যাকেজ আকারে।
নির্ধারিত মূল্যে প্রতিটি পণ্যের দাম নির্ধারিত হয়েছে— চাল ৫ কেজি = ১৫০ টাকা, সয়াবিন তেল ২ কেজি = ২০০ টাকা, ডাল ২ কেজি = ১২০ টাকা এবং চিনি ১ কেজি = ৭০ টাকা।
উপজেলার মেসার্স রাজ্জাক স্টোর ও মো. ইসমাইল ট্রেডার্স নামের দুটি ডিলারের মাধ্যমে ট্রাকসেলে ইউনিয়ন পর্যায়ে গিয়ে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।
ডিলার মো. আব্দুর রাজ্জাক বলেন, “সরকারি নিয়ম মেনে প্রতি মাসে ট্রাকের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে গিয়ে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিক্রি করছি।”
পণ্য কিনতে আসা প্রীয়শীষ চাকমা বলেন,“টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে চাল, ডাল, তেল ও চিনি কিনতে পারছি— এতে আমাদের মতো নিম্ন আয়ের পরিবার অনেক উপকার পাচ্ছে।”
একইভাবে ক্রেতা শামসুল হক জানান, “বাজারে মূল্যবৃদ্ধির সময় টিসিবির এ কার্যক্রম আমাদের অনেকটা স্বস্তি দিয়েছে।”
দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান বলেন, “উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ১১ হাজার ৫২৯ স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর মাঝে ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী বাস্তবভাবে উপকৃত হচ্ছেন।”
টিসিবির এই ন্যায্যমূল্যের বাজার কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, যা বাজারের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ভূমিকা রাখছে বলে স্থানীয়রা মনে করছেন।
আপনার মতামত লিখুন :