ডলারের বিপরীতে টাকার মান আরও কমলো


admin প্রকাশের সময় : জুন ৬, ২০২২, ৬:২২ অপরাহ্ন /
ডলারের বিপরীতে টাকার মান আরও কমলো

ডলারের বিপরীতে টাকার মান আরও ১ টাকা ৬০ পয়সা কমানো হয়েছে। আজ সোমবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯১ টাকা ৫০ পয়সা। এর আগে সর্বশেষ গত বৃহস্পতিবার ডলারের বিপরীতে টাকার মান ৯০ পয়সা কমানো হয়েছিল।

এর আগে গত ২ জুন ডলারের বিপরীতে টাকার মান আরেক দফা কমে যায়। সেদিন প্রতি ডলারের বিনিময়মূল্য ৮৯ টাকা ৯০ পয়সা হয়। এর আগে ৩০ মে ডলারের বিপরীতে টাকার মান ১ টাকা ১০ পয়সা কমিয়ে আন্তঃব্যাংক লেনদেনে ৮৯ টাকা করা হয়েছিল। আর গত ১৫ মে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ৮৬ টাকা ৭০ পয়সায় কিনতে হয়। আর ১৪ মে এক ডলা‌র কেনা হয় ৮৬ টাকা ৪৫ পয়সায়। গত ২৭ এপ্রিলে ছিল ৮৬ টাকা ২০ পয়সা।