স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী নেতৃবৃন্দের করণীয় শীর্ষক মতবিনিময় সভা


admin প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৩, ৯:০৬ অপরাহ্ন /
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী নেতৃবৃন্দের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

সবুজ পাতা ডেস্ক : খাগড়াছড়ি সচেতন নারী সমাজের উদ্যোগে “২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী জনপ্রতিনিধি, কর্মজীবি নারী এবং নারী নেতৃবৃন্দের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১নভেম্বর শনিবার দুপুরের দিকে খাগড়াছড়ি শহরস্থ পৌর টাউন হল মিলায়তনে এ মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সচেতন নারী সমাজের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। তৃণমূল উন্নয়ন সংস্থা’র ভাইস চেয়ারম্যান চামেলী ত্রিপুরা’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার,জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শানে আলম, পৌরসভা মেয়র নির্মলেন্দু চৌধুরী,খাগড়াছড়ি মহিলা কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা,জেলা পরিষদের সদস্য জেলা পরিষদের সদস্য শাহিনা আক্তার,নারী হেডম্যান জয়া ত্রিপুরা,মেরুং ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী প্রমুখ।
সভায় বক্তারা বলেন,বাংলাদেশের নারীরা আজ আলো ছড়িয়ে যাচ্ছে। নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয়, বাস্তবে রুপান্তরিত হয়েছে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। নারীরা অনেক সচেতন। তারা সবখানে তাদের কর্মদক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীদের ভূমিকা অপরিসীম।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা,জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা,সদস্য নিলোৎপল খীসা,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম,গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরাসহ নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।