সাজেকে অবৈধ ভারতীয় চকলেট জব্দ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ৬:০৬ অপরাহ্ন /
সাজেকে অবৈধ ভারতীয় চকলেট জব্দ

মো: সোহেল রানা:
সাজেক কিয়াংঘাট এলাকায় ভারতীয় চকলেট জব্দ করেছে বাঘাইহাট জোনের ৬ইস্ট বেংগলের সেনাবাহিনী।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বাঘাইহাট জোনের ৬ইস্ট বেংগলের সেনাবাহিনী অভিযানে ১শ২০ প্যাকেট অবৈধ ভারতীয় কিডো(পিনাট) চকলেট জব্দ করে।
তথ্যসূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন স্থানীয় পাহাড়ী যুবক সাজেকের উদয়পুর সীমান্ত হতে ভারতীয় চকলেট নিয়ে খাগড়াছড়ির পাচার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এই তথ্যের ভিত্তিতে বাঘাইহাট জোনের আওতাধীন কিয়াংঘাট এলাকায় ওয়াঃ অফিঃ মির্জা মাহবুব এর নের্তৃত্বে অভিযান পরিচালনা করলে অবৈধ পাচারকারী চক্র ২ বস্তা(১শ২০ প্যাকেট) চকলেট ফেলে রেখে পালিয়ে যায় পরে সেগুলি জব্দ করা হয়।যার আনুমানিক বাজার মুল্যে ৫০ হাজার টাকা। মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেন বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ খায়রুল আমিন পিএসসি।