শাহজাহান কবির সাজু : আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষ্যে পানছড়ি উপজেলার মণ্ডপগুলোতে সাজানো হচ্ছে বাহারী সাজে। এসব মণ্ডপগুলোতে নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিজিবি। ৭’অক্টোবর সোমবার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোন কমান্ডার লে: কর্নেল মো: মফিজুর রহমান ভূূঁইয়া। মণ্ডপ পরিচালনা কমিটি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে তিনি মত-বিনিময় করেন। বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে বলে তিনি সকলকে আশ^স্থ করেন।
সবাইকে শারদীয় দূর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে নির্ভয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উদ্যাপন করার আহ্বান জানান তিনি। এর আগে উপজেলার প্রতিটি মণ্ডপের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আপনার মতামত লিখুন :