প্রতিনিধি:: খাগড়াছড়িতে সেচ্ছাসেবী সংগঠন “শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ” খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে সংগঠনের জেলা শাখার আহবায়ক ও জেলাস্থ পুরাতন পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব মুফতি ইমাম উদ্দিন কাসেমী এর সভাপতিত্বে খাগড়াছড়ি জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন করার লক্ষ্যে সদস্য তারবিয়াত সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৪ অক্টোবর শনিবার সকালে খাগড়াছড়ি জেলা সদরস্থ মিনি সুপার মার্কেট এর তয় তলায় হোটল দি গ্রীণ ভ্যালী এর সম্মেলন কক্ষে এ আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শানে সাহাবা খতিব কাউন্সিল কেন্দ্রীয় চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার।
এতে আরো উপস্থিত ছিলেন,সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সানাউল্লাহ নুরী মাহমুদী,কেন্দ্রীয় মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও শানে সাহাবা খতিব কাউন্সিল জেলা যুগ্ন আহবায়ক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন,সদরস্থ নয়নপুর জামে মসজিদের খতিব ও ইমাম এবং শানে সাহাবা খতিব কাউন্সিল জেলার সদস্য সচিব মাওলানা শহীদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে শানে সাহাবার মাটিরাঙ্গা উপজেলা আহবায়ক ক্বারী হাফেজ হারুনুর রশিদ, মহালছড়ি উপজেলা আহাবায়ক মাওলানা ক্বারী মুবিনুল ইসলাম, ইসলামী আন্দোলন খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক ও শানে সাহাবা খতিব কাউন্সিল এর সদস্য মাওলানা কাওছার আজিজী উপস্থিত ছিলেন।
পরে খাগড়াছড়ি জেলা কমিটি ঘোষনা করা হয়, এতে সভাপতি মুফতি ইমান উদ্দিন কাসেমী,সেক্রেটারী হাফেজ মা: শহীদুল ইসলামসহ ১৩টি নির্বাহী পদের আংশিক কমিটি ঘোষনা করেন। পরবর্তীতে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে বলে এতে জানানো হয়।
আপনার মতামত লিখুন :