লক্ষ্মীছড়ি প্রতিনিধি : শিক্ষার্থীদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং পার্বত্য জনপদের উন্নয়নে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগীতার আয়োজন করে লক্ষ্মীছড়ি জোন। ১৩ নভেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল তাজুল ইসলাম। এছাড়াও জোন উপ-অধিনায়ক মেজর সারওয়ার জাহান, মেজর ফাহাদ, উপজেলা নির্বাহী অফিসার (ভা.প্রা.) ছেনমং রাখাইনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল তাজুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মাদক থেকে দুরে থাকতে হবে। ভুল সিদ্ধান্ত নেয়া যাবে না। সুন্দর জীবন গড়তে হলে ভালো মানুষ হতে হবে। ভালো শিক্ষা প্রতিষ্ঠান যদি এখানে প্রতিষ্ঠিত করা যায়- তাহলে দুর দুরান্ত থেকে ছেলে-মেয়েরা এখানে পড়া লেখা করতে আসবে এবং তাদের জন্যে সুন্দর পরিবেশ দিতে হবে। এটা আমাদের মনে প্রাণে ধারণ করতে হবে। মোবাইল ও ফেইসবুকের প্রতি আশক্ত না হয়ে সকলেরেই উচিত বই পড়ার প্রতি মনোযোগ দেওয়া।
আপনার মতামত লিখুন :